নভেম্বর ১৯, ২০২৫, ০৫:৪৩ পিএম
অন্তর্বর্তী সরকারের হাত ধরে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নির্বাচনের পর রাজনৈতিক সরকার দ্রুত এ সংশোধন সম্পন্ন করবে বলে তারা আশা করছে।
ইইউর মতে, অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ দেশের শক্তিশালী শ্রম অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউরোপীয় বাজারে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের একটি অবিচ্ছেদ্য অংশ হলো শ্রম আইন সংস্কার।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন সামনে রেখে আইনটির বাস্তবায়ন ও নীতিগত ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দলই ক্ষমতায় আসুক, তারা দ্রুত সংশোধিত আইনটি পাস করবে বলেই ইইউ বিশ্বাস করে।
আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৯০–এর অনুমোদন দেওয়ার জন্যও বাংলাদেশকে ধন্যবাদ জানায় ইইউ। এসব কনভেনশনে নিরাপত্তা, স্বাস্থ্য, কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি নিরসনের বিষয়গুলো অন্তর্ভুক্ত। ইইউ মনে করে, এসব পদক্ষেপ বাংলাদেশ–ইইউ সম্পর্কের জন্য ইতিবাচক অগ্রগতির পথ তৈরি করছে।