‘মুক্তিযোদ্ধা কোটা’ পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

জুন ২০, ২০২৪, ১২:১৭ পিএম

‘মুক্তিযোদ্ধা কোটা’ পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা নাতি-নাতনির কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট দেওয়ায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে হাকিমপুর (হিলি) থানা পুলিশ।

বুধবার (১৯ জুন) বিকেল ৪টায় উপজেলার ধরন্দা মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ  জানায়, জাহাঙ্গীর আলম সরকারি চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা নাতি-নাতনি কোটা পদ্ধতিকে কটাক্ষ করে কুরবানির মাংসের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য বরাদ্দ দেওয়া হোক জানিয়ে ফেসবুকে পোষ্ট দেন। বিষয়টি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলীর নজরে এলে তিনি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে হিলি থানার ওসি দুলাল হোসেন জানান, “মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতিকে কটাক্ষ করে ফেসবুকে পোষ্ট করায় এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।”

Link copied!