ছেলের হয়ে ক্ষমা চাইলেন ফারাজ করিম চৌধুরীর মা

জাতীয় ডেস্ক

আগস্ট ৪, ২০২৪, ০৪:৪৫ এএম

ছেলের হয়ে ক্ষমা চাইলেন ফারাজ করিম চৌধুরীর মা

ছবি: সংগৃহীত

মানবিক কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর সন্তান ফারাজ করিম চৌধুরী।

তবে, কোটা সংস্কার ইস্যুতে শুরু থেকেই নীরব ভূমিকা পালন করে আসছেন ফারাজ করিম চৌধুরী। ফলে নিজের অনুসারীদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।

শনিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের হয়ে ক্ষমা চেয়েছেন ফারাজ করিম চৌধুরীর মা।

ফারাজ পারিবারিক চাপের কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না উল্লেখ করে তার মা বলেন, “ “আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আমার ছেলেকে আপনারা সবাই চেনেন, যাকে আপনারা ‘মানবতার ফেরিওয়ালা’ বলেন। আজকে জাতির এ সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ, এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি।

সে যে ত্যাগ স্বীকারটা করছে, সেটা কোনও দালালির জন্য না, কোনও দলের জন্যও না। সে পারিবারিক চাপের কারণে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি।”

রিজওয়ানা ইউসুফ আরও বলেন, “ফারাজ মনপ্রাণ দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে যেন ছাড়ানো যায়। কিন্তু আমি চুপ করে বসে থাকতে পারিনি, কারণ মা হিসেবে আমি বারবার ছেলের দিকে তাকিয়েছি, সে পাঁচ-ছয় রাত ঘুমায়নি। ওর চেহারার দিকে তাকাতে পারতাম না। আমি আজকে আর চুপ থাকতে পারলাম না, আমার আর ভয় লাগছে না। আমার ছেলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো সশরীরে নেই, তবে মনপ্রাণ দিয়ে সে আপনাদের পাশে আছে।”

তিনি আরও বলেন, “মা হিসেবে আমি লজ্জিত। আপনাদের সন্তানদের সঙ্গে আমার ছেলেকে পাঠাতে পারিনি। একজন অপরাধী মা হিসেবে আজকে আমার সন্তানের সঙ্গে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের কাছে আমি মাফ চাচ্ছি। জানি না, ওপরওয়ালা আমাকে মাফ করবেন কি-না।”

এ সময় ভিডিওতে ফারাজ বলেন, “আমি যদি জীবনে আবারও সুযোগ পাই, আপনাদের যাদের ভালোবাসা হারিয়ে ফেলেছি তাদের সম্মান ফিরিয়ে আনার চেষ্টা করব।”

Link copied!