১০ বছরের মেয়েকে ‘ধর্ষণের’ অভিযোগে বাবা গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২৫, ১২:২৯ পিএম

১০ বছরের মেয়েকে ‘ধর্ষণের’ অভিযোগে বাবা গ্রেপ্তার

ছবি: প্রতীকী

চট্টগ্রামে ১০ বছর বয়সী কন্যা সন্তানকে ‘ধর্ষণের’ অভিযোগে এক ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

রোববার রাতে কোতোয়ালি থানার বলুয়ার দিঘীর পূর্ব পাড়ের এক বাসা থেকে প্রদীপ কুমার বণিক নামের ৫২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রপ্তার করা হয়। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, রাতে তারা জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন পান। মেয়েকে ‘ধর্ষণের’ অভিযোগ পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে প্রদীপকে আটক করে।

শিশুটিকে মা ও খালার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

তিনি বলেন, “শিশুটি জানিয়েছে, তার মা প্রতিদিন কাজে চলে যাবার পর তার বাবা নানা সময়ে তাকে যৌন নিপীড়ন করত। বিষয়টি তার মাকে জানানোর পর মায়ের পরামর্শে শিশুটি কৌশলে মোবাইল ফোনে তার বাবার এ আচরণের ভিডিও ধারণ করে রাখে।”

পুলিশ মোবাইলটি জব্দ করেছে বলে জানান ওসি।

Link copied!