ছবি: সংগৃহীত
পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল রোডম্যাপ অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন-পিএসসি।
৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে পিএসসি গত ৩ জুন এ রোডম্যাপ ঘোষণা করে।
ওই রোডম্যাপ অনুসারে, ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৬৫৫৮ প্রার্থী।
আগামী ১০ ডিসেম্বর এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের ঘোষণা রয়েছে কমিশনের রোডম্যাপে।
বর্তমানে ৪৫তম বিসিএসের ভাইভা চলছে। গত ৮ জুলাই এ বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু করেছিল কমিশন।
এ বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডারে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।
৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশ করেছিল পিএসসি। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়।
২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী সে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ওই বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ৭৮৯ জন লিখিত পরীক্ষায় বসেন গত বছর ২৩ জানুয়ারি, যা শেষ হয় ৩১ জানুয়ারি।