ছবি: সংগৃহীত
মুন্সিগঞ্জের গজারিয়ার জামালদি এলাকায় একটি সুপার বোর্ডের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) দুপুর একটার দিকে এ খবর আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রোববার দুপুর একটা ১১ মিনিটে আগুনের খবর পায় তারা। এর ১১ মিনিট পর তাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানায় সংস্থাটি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।