ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১০:৩৩ পিএম
দুই সন্তানকে নিয়ে বইমেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বেইলি রোডের বহুতল ভবন ‘গ্রিন কোজি কটেজে’ কাচ্চি ভাইয়ের শাখায় কাচ্চি খেতে যান শান্তিনগরের বাসিন্দা পপি দাশ। ১২ ও ৮ বছর বয়সী দুই সন্তানকে নিয়ে এই সুখ সময় আর দীর্ঘস্থায়ী হলো না। আগুনের লেলিহান শিখা কেড়ে নিলো দুই সন্তানসহ মায়ের প্রাণ।
আর নিহত পপি দাশের মা বাসনার চিৎকার আর আর্তনাদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৃষ্টি করেছে এক আবেগঘন পরিবেশের। বাসনা বার বার বলছেন, ‘বইমেলা থেইক্কা কাচ্চি খাইতে গেসিল আমার মা, আর আইলো না রে’।
আরও পড়ুন: নারী-শিশুসহ মৃত্যু বেড়ে ৪৪; ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টের’ হিসাবরক্ষকের মৃত্যু
নিহত পপির বোন জানান, প্রতি বছরই সন্তানদের নিয়ে বইমেলায় যেতেন পপি।
আগুন লাগার বিষয়টি টের পেয়ে মাকে ফোন করে জানিয়েছিলেন। বের হতে পারছেন না সে কথা জেনে ছুটে আসেন মা বাসনা। চোখের সামনে পুড়ে ছাই হতে দেখেন ভবনটিকে। কিছুই করার ছিল না আহাজারি ছাড়া।
এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: ‘গ্রিন কোজি কটেজের’ সব তলাতেই ছিল গ্যাস সিলিন্ডার; এমনকি সিঁড়িতেও
অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জন ও বার্ন ইনস্টিটিউটে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর রাজারবাগ পুলিশ হাসপাতালে ‘কাচ্চি ভাই রেস্টুরেন্টের’ হিসাবরক্ষকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।