রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৯, ২০২৪, ০৮:৫৫ এএম

রাজধানীর শিশু হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুন লেগেছে। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে আগুন লেগেছে। আজ শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটের দিকে হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে এই আগুন লাগে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আগারগাঁওতে অবস্থিত শিশু হাসপাতালে কার্ডিওলজি বিভাগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট যোগ দেয়। পরে আরও তিনটি ইউনিট যোগ দিয়ে মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।  

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, পঞ্চম তলায় আগুন লেগেছিল। আগুনের এই ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আগুনের কারণসহ এই ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Link copied!