নভেম্বর ১২, ২০২৫, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের এক শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে, তবে ব্যাংকের ভল্টে রাখা টাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় এ নাশকতা সংঘটিত হয়।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানিয়েছেন,
মঙ্গলবার রাত ২টার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে অফিসে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে আমাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানায় লিখিতভাবে অভিযোগ করা হবে।