এপ্রিল ১৫, ২০২৪, ০৮:৪৩ এএম
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস জানিয়েছেন, খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরার তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে কীভাবে সেখানে আগুন লাগল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আরো কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।