খুলনার রূপসায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩, ২০২৪, ০৯:২৯ পিএম

খুলনার রূপসায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১১ ইউনিট

সংগৃহীত ছবি

খুলনার রূপসায় একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আজ বুধবার বিকেল ৫টা ২৮ মিনিটে উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা চৌরাস্তা সংলগ্ন সালাম জুট মিলে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রথমে পাটকলের ৩ নম্বর গুদামে আগুন লাগে। শুকনো পাট হওয়ায় দ্রুত আগুন কারখানায় সবখানে ছড়িয়ে পড়ে। এ জন্য আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, খুলনা সদর, খালিশপুর, দৌলতপুর, রূপসা, ফকিরহাট ও বটিয়াঘাটার মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Link copied!