চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৪, ০৮:৪০ এএম

চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ

সংগৃহীত ছবি

মহেশখালির এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। এ কারণে চট্টগ্রামে আজ সকাল থেকেই গ্যাস নেই। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে পেট্রোবাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এছাড়া দেশের অন্যান্য এলাকায় শীতের কারণে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে বলেও জানায় পেট্রোবাংলা।

মহেশখালীর এলএনজি এফএসআরইউতে কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে ক্ষুদেবার্তায় পেট্রোবাংলা জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং কোম্পানিসমূহ সার্বক্ষণিক তদারকি করছে। দেশীয় গ্যাস উৎপাদন ও সরবরাহ অব্যাহত রয়েছে।সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

Link copied!