সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রূর শরীর থেকে স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

মে ২৯, ২০২৪, ১০:৩৪ এএম

সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রূর শরীর থেকে স্বর্ণ উদ্ধার

প্রতীকী ছবি

সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোকেয়া খাতুন নামের এক কেবিন ক্রূর দেহ তল্লাশি করে প্রায় ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (২৮ মে) রাত ১০টা ২৫ মিনিটের দিকে এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কেবিন ক্রূকে আটক করা হয়। এসময় ১১ টি স্বর্ণের বার, ৬ টি গোল্ডের চুড়ি ও ১টি চেইন উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে বিভিন্ন সংস্থার দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীসহ কাস্টমস এবং বিমানবন্দর এপিবিএন এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক ক্রু বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে। বিমানবন্দরে চোরাচালান ঠেকাতে অন্যান্য সংস্থার পাশাপাশি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।

Link copied!