ঈদুল আজহায় টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৪, ১০:৪০ এএম

ঈদুল আজহায় টানা ৫ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় টানা পাঁচদিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী ১৪-১৮ জুন পর্যন্ত ছুটি কাটাবেন তারা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। ফলে শনিবার (৮ জুন) থেকে থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আরবি এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা। সেই হিসাবে আগামী ১৭ জুন দেশে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

এই উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন যথাক্রমে রোববার, সোমবার ও মঙ্গলবার সরকারি ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন যথাক্রমে শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি শুরু হবে ১৪ জুন থেকে। ১৮ জুন পর্যন্ত তারা ছুটি কাটাবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

Link copied!