‘চাঁদাবাজি ও সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থানে সরকার’

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৭, ২০২৪, ০৬:০৮ এএম

‘চাঁদাবাজি ও সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থানে সরকার’

ছবি: সংগৃহীত

চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, “এই চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে।”

মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে জানিয়ে উপদেষ্টা বলেন, “এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে গণমাধ্যমের সহায়তা দরকার। কেননা সিন্ডিকেট এখনও সক্রিয় রয়েছে। পণ্যের হাতবদল কমানো গেলে ভোক্তা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবে।”

Link copied!