দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমানোর পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০১:৩১ পিএম

দীর্ঘদিন কারাগারে থাকা বন্দীদের সাজা কমানোর পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার।

রোববার, ১৪ সেপ্টেম্বর সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে কারাগারে থাকা বন্দীদের সাজা কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। বয়স্করা গুরুত্ব পাবে। মেয়দের ক্ষেত্রে ২০ বছর যারা সাজা খেটেছে তাদের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। পুরুষদের ক্ষেত্রে সাজার মেয়াদ কত হলে ছাড়া পাবে তা নির্ধারণ করা হয়নি এখনো।

তিনি বলেন, পুরস্কার ঘোষণার পর লুট হওয়া অস্ত্র উদ্ধার হচ্ছে। লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। ডাকসু ও জাকসু নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনী শতভাগ দায়িত্ব পালন করেছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিলো। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না।

উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের যথেষ্ট সময় আছে। এ নিয়ে প্রস্তুতি চলছে। নিয়োগ, প্রশিক্ষণসহ নানা কার্যক্রম চলছে।

তিনি বলেন, বৈঠকে পূজা নিয়ে বেশি আলোচনা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে। নিজেদের ভেতরের কোন্দোল নিস্পত্তি করতে হবে।

ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বহালের দাবি নিয়ে চলা আন্দোলন নিয়ি উপদেষ্টা বলেন, এ ঘটনায় আমাদের সাথে সম্পর্ক নেই। নির্বাচন কমিশন এটি নির্ধারণ করেছে। তা নিয়ে এলাকার লোকজন প্রোপার জায়গাতে জানাবে। যারা জনগণকে জিম্মি করছে, কেউ রাস্তা আটকে ভোগান্তি সৃষ্টি করলে ব‍্যবস্থা নেওয়া হবে।

Link copied!