কোটা সংস্কারের পক্ষে সরকার, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৪, ০২:৫৮ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষে সরকার রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। আইনমন্ত্রী জানান, সর্বোচ্চ আদালতে কোটা সংস্কারের প্রস্তাব দেবে সরকার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আশ্বাসের পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে সরকার। কারণ আন্দোলনকারীরাও আমাদের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, “আমি অ্যাটর্নি জেনারেলকে বলেছি এ-সংক্রান্ত মামলার শুনানীর জন্য আগামী রোববার আদালতে আপিল করতে, যেন শুনানি এগিয়ে আনা যায়।”

আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের আইনমন্ত্রী বলেন, “পিতৃতূল্য হিসেবে আমি অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন।”

কোটা সংস্কার বিষয়ে আপনারা একমত কি না- সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে আমরা কোটা সংস্কারের ব্যাপারে নীতিগতভাবে একমত।”

আইনমন্ত্রী আরও বলেন, যেহেতু কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেহেতু এ-বিষয়ে সরকারের কিছু করার নেই। তবে কোর্টে সরকার পক্ষ থেকে শুনানির সময় কোটা সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। সেই হিসেবে বলতে পারেন, সরকার কোটা সংস্কারের পক্ষে।

Link copied!