“৬৯ হাজার রোহিঙ্গাকে দেওয়া পাসপোর্ট নবায়ন করবে সরকার”

জাতীয় ডেস্ক

মে ১২, ২০২৪, ০৭:৪৭ পিএম

“৬৯ হাজার রোহিঙ্গাকে দেওয়া পাসপোর্ট নবায়ন করবে সরকার”

ছবি: সংগৃহীত

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১২ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে সৌদির উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ থেকে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। সৌদির নিয়ম অনুযায়ী পাসপোর্ট না থাকলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু পরে কথা হয়েছে যে তাদের ফেরত পাঠানো হবে না, পাসপোর্ট নবায়ন করে দেওয়া হবে। বৈঠকে বিজিবি-পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা হয়েছে। এছাড়া দুই দেশের আনসার প্রেরণের বিষয় নিয়েও কথা হয়েছে।”

হজ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “দ্রুত সময় হাজিরা গাড়িতে উঠতে পারবেন। এছাড়া রুট টু মক্কা নামের একটি সার্ভিস চালু করেছে, যাতে হাজিদের ব্যাগ-লাগেজ এয়ারপোর্ট থেকে তাদের ঠিকানায় পাঠানো হবে।”

Link copied!