বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ‘পুনর্বিবেচনা’ করবে সরকার

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৪, ০৬:১৯ পিএম

বাতিল প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ‘পুনর্বিবেচনা’ করবে সরকার

ফাইল ছবি

ক্ষমতার পালাবদলের পর যেসব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কার্ড ‘পুনর্বিবেচনার’ কথা বলছে সরকার।

বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাতিল হওয়া কার্ড ‘প্রযোজ্য ক্ষেত্রে’ পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পেশাদার সাংবাদিক যদি কার্ড বাতিলের বিষয়টি ‘ন্যায়সঙ্গত’ মনে না করেন, তবে তিনি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে পারবেন।

আবেদন যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলছে অধিদপ্তর।

সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের কারণ হিসেবে দীর্ঘদিন কার্ড নবায়ন না করা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোটার অতিরিক্ত কার্ড নেওয়া, অপসাংবাদিকতা, পতিত ‘ফ্যাসিস্ট সরকারের’ রাজনৈতিক হাতিয়ার হয়ে ‘ব্যক্তিস্বার্থ হাসিল’, ফৌজদারি মামলার আসামি, বিভিন্ন কারণে গ্রেপ্তার ও কারান্তরীণ, অপেশাদার ব্যক্তির রাজনৈতিক বিবেচনায় কার্ড নেওয়া, সরকারি প্রতিষ্ঠানের তথ্য পাচার ও প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহারের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনে ‘নেতিবাচক ভূমিকা ও উসকানি দেওয়া’, ‘ফ্যাসিবাদের ঘনিষ্ঠ দোসর’, গুজব রটনার মত বিষয়গুলো কার্ড বাতিলের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে।

জুলাই-অগাস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক দফায় বিভিন্ন সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়। আওয়ামী লীগ সরকারের প্রতি ‘অতিমাত্রায় অনুগত্য’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘বিতর্কিত ভূমিকার’ অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে নেতৃস্থানীয় পদে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে সরকার।

এ ছাড়া আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় কয়েকজন সাংবাদিক গ্রেপ্তারও হয়েছেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।

Link copied!