খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার নির্দেশ সরকারের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৩:০৬ পিএম

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার নির্দেশ সরকারের

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাঁর বর্তমান শারীরিক অবস্থা, নিরাপত্তা, যাতায়াত ও নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ।

লিখিত বক্তব্যে তিনি জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বৈঠকে দোয়া ও প্রার্থনা করা হয়। জাতির প্রতি তাঁর সুস্থতা কামনায় দোয়া করার আহ্বানও জানানো হয়।

বৈঠকে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিমূলক পরিকল্পনা, এবং তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা বৃদ্ধি—এসব বিষয় গুরুত্ব পায়। উচ্চ মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়েই তাঁকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত হয়।

সরকার জানিয়েছে, এ বিষয়ে খালেদা জিয়ার পরিবার ও বিএনপি অবহিত হয়েছে।

এর আগে দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাঁর অসুস্থতা ও চিকিৎসা সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও তাঁর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করেই বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

Link copied!