স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট; মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৮, ২০২৪, ০৩:২০ পিএম

স্বাস্থ্যমন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট; মন্ত্রণালয়ের সতর্ক বার্তা

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সামন্ত লাল সেন। বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসায় বাংলাদেশে পরিচিত মুখ তিনি। সম্প্রতি তাঁর নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টা করা হচ্ছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

ফেসবুকে খুঁজে দেখা যায় সামন্ত লাল সেন নামে একটি অ্যাকাউন্ট খোলা আছে যেটির ইতিমধ্যে সাড়ে ৫ হাজার ফলোয়ার্সও আছে। মন্ত্রী হওয়ার পরের বিভিন্ন ছবিও অ্যাকাউন্টটিতে দেখা যায়।

 

বুধবার (১৭ জানুয়ারি) মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে সতর্ক থাকতেও পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তবে লক্ষ্য করা যাচ্ছে যে, ফেসবুকে নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন এবং তার পরিচয় ব্যবহার করে সমাজের বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জার গ্রুপে অসাধু উদ্দেশ্যে যোগাযোগ করার চেষ্টা করছেন।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে, ফেসবুকে বর্তমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট বা পেজ নেই।”

সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডা. সামন্ত লাল সেনের নামে খোলা সব ফেসবুক অ্যাকাউন্ট অবৈধ, ভুয়া ও প্রতারণামূলক।” এসব অ্যাকাউন্ট থেকে দেশের জনগণকে বিভ্রান্ত ও প্রতারিত না হতে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

Link copied!