নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাবের ডিজি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৭:০২ পিএম

নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাবের ডিজি

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার, ২৮ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আসন্ন জাতীয় নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মতো র‍্যাবের প্রস্তুতি জানতে চাইলে শহিদুর রহমান বলেন, ‌‘এখন এই মুহূর্তে আমাদের যে প্রস্তুতি সেটা আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি। এরপর যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কী দ্বায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দ্বায়িত্ব পালন করব।’  

তিনি বলেন, ‘আমাদের যারা আছেন তাদের আইনকানুন বিষয়ে কিছু ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

Link copied!