বাবার মাংসের টুকরোকেই জানাজা পড়াতে চাই: ডরিন

জাতীয় ডেস্ক

মে ২৪, ২০২৪, ০৮:০৩ পিএম

বাবার মাংসের টুকরোকেই জানাজা পড়াতে চাই: ডরিন

ছবি: সংগৃহীত

‘আমার বাবার লাশের এক টুকরো মাংস চাই। সে মাংসের টুকরোকেই বাবা মনে করে জানাজা করাতে চাই।’ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে নৃশংসভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে এসব কথা বলেন নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শুক্রবার (২৪ মে) বিকেল ৪টায় কালীগঞ্জ উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে ডরিন এই আকুতি ব্যক্ত করেন।

ডরিন বলেন, “প্রধানমন্ত্রী বাবা হারানোর ব্যথা-কষ্ট বোঝেন, তিনি আমার বাবা হারানোর বেদনা বুঝবেন। তার বাবার হত্যার বিচার করেছেন, আমার বাবা হত্যার বিচারও করবেন। হত্যার পরিকল্পনাকারীদের ধরার পরই জানা যাবে কী জন্য এত বড় অপকর্মটি ঘটাল তারা। এর বিচার অবশ্যই হবে।”

এমপি আনারের মেয়ে আরও বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা আইনের আশ্রয় নিব। আওয়ামী লীগের দলীয় অভিভাবকরা আছেন, তারা আমাদের পরামর্শ দিবেন এবং তারা অবশ্যই তাদের দলীয় এমপি হত্যার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবেন। কালীগঞ্জের মানুষের সুখে-দুঃখে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটি হত্যার বিচার আমরা চাই।”

গত ১২ মে এমপি আনোয়ারুল আজীম আনার কলকাতায় যান। এর পরের দিন ১৩ মে খুন করা হয় তাকে। ১৪ মে ভাড়া গাড়িতে করে প্রথম পর্যায়ে সংসদ সদস্যের দেহাংশ ফ্ল্যাট থেকে বের করে একটি স্যুটকেসের মধ্যে নিয়ে যাওয়া হয়।

জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানান, ১৪ মে নারীসহ দুজনকে স্যুটকেসসহ এক্সেস মলের সামনে নামায়। অন্যদিকে সিআইডি সিসিভিটি ফুটেজ দেখে জানতে পেরেছে অ্যাক্সেস মলে নামানোর আগে নজরুল তীর্থের কাছে গাড়িটি ১৫ মিনিট দাঁড়িয়ে ছিল। তখন দেহাংশ কোথায় ফেলা হবে তা নিয়েই গাড়ির মধ্যেই মিটিংয়ের বিষয়ে তথ্য পেয়েছেন সিআইডি কর্মকর্তারা। এরপর তাদের অ্যাক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২২ মে) সকালে কলকাতার গণমাধ্যম সূত্রে প্রথম খবর ছড়ায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে। এরপর এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সর্বপ্রথম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, “ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে। তবে ইন্ডিয়ান বা কলকাতা পুলিশ আমাদের এখনও কিছু নিশ্চিত করেনি। তিনি জীবিত নাকি মৃত তা এখনও অফিসিয়ালি নিশ্চিত নই। আমরা যৌথভাবে কাজ করে যাচ্ছি।”

পরে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, “ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কারা তাকে খুন করেছে তা জানতে বাংলাদেশ-ভারতের পুলিশ কাজ করছে।”

Link copied!