বাংলাদেশিদের জন্য ভারত ই-মেডিকেল ভিসা চালুর কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (২২ জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক এ কথা বলেন তিনি।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য লাল গালিচা বিছানো হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এদিন সকাল নয়টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
রাষ্ট্রপতির দেহরক্ষীদের একটি অশ্বারোহী দল রাষ্ট্রপতি ভবনের ফটক থেকে সামনের দিকে তার মোটর যান নিয়ে যায়।
ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।