কারাগার থেকে হাসপাতালে যুদ্ধাপরাধী সাঈদী

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৩, ২০২৩, ১০:৩৭ পিএম

কারাগার থেকে হাসপাতালে যুদ্ধাপরাধী  সাঈদী

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দী যুদ্ধাপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থতার কারণে কাশিমপুর কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন দুপুরে সাঈদীর বুকে ব্যথা শুরু হলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মাধ্যমে জানা যায়,শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রেফার হয়ে ১৩ আগস্ট  রাত ১০ টার দিকে বিএসএমএমইউতে ভর্তি হয়েছে। হাসপাতালে দ্বিতীয় তলায় তিনি ভর্তি রয়েছেন।তবে এ মুহূর্তে তাঁর শারিরীক অবস্থা ও অন্যান্য বিষয়ে কথা বলা যাচ্ছে না।

Link copied!