ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে নানাস্তরের কর্মজীবী ছুটি পেয়ে থাকেন। ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে বাড়ির পানে ছুটে যান তারা। ছুটি শেষে ব্যস্ততম এই নগরীতে ফিরে আসেন তারা। আবারও অপেক্ষায় থাকেন বছর ঘুরে আসা ঈদুল ফিতরের।
এবারের ঈদুল ফিতরে সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা ছয়দিনের ছুটি পেতে পারেন। তবে এই ছুটি নেওয়ার জন্য তাদেরকে বিশেষ ছুটি নিতে ১৩ এপ্রিল। এই নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। খুব দ্রুতই এই ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘এবার ঈদের ছুটির মধ্যে একদিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে তাই মাঝের একদিন বিশেষ ছুটি দেওয়া যায় কিনা তা নিয়ে নোয়াবে আলোচনা হচ্ছে। আজ-কালকের মধ্যে এ সিদ্ধান্ত জানতে পারবেন।’
এবারের ঈদে সরকারি ছুটি ১০-১২ এপ্রিল তিনদিন। সাধারণত সংবাদপত্র কর্মচারীরা সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি ভোগ করেন। তবে এবার সরকারি ছুটি আরও বাড়তে পারে। এরই মধ্যে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ সরকারি ছুটি একদিন বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।
সেটি হলে ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে, শেষ হবে ১২ এপ্রিল (চারদিন)। এরপর ১৩ এপ্রিল অফিস খোলা, পরদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এখন নোয়াব যদি ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে তাহলে ৯-১৪ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।