উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। (ফাইল ছবি)
চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আগামী সোমবার বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে তিনি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টায় পৌঁছাবেন। সেখান থেকে একই ফ্লাইটে তিনি ঢাকায় যাবেন।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় যাবেন—এটি নিশ্চিত।
তিনি জানান, দলনেত্রীকে স্বাগত জানাতে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে এবং সাধারণ জনগণকেও এতে সম্পৃক্ত করা হচ্ছে।
খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর দুই পুত্রবধূ—জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান এবং দুই গৃহপরিচারিকা—ফাতেমা বেগম ও রূপা হক।
সিলেট বিএনপির নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসনের আগমনের খবরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, খালেদা জিয়াকে স্বাগত জানাতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৮টার মধ্যে বিমানবন্দরের সামনে দলীয় নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য, সমর্থক ও সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।