অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার অবস্থা এখন মোটামুটি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২৩, ০১:২২ পিএম

অস্ত্রোপচারের পর খালেদা জিয়ার অবস্থা এখন মোটামুটি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন। তারা যে কাজের জন্য এসেছিলেন গতকাল সন্ধ্যায় অত্যন্ত সফলভাবে সেই প্রসিডিউর করতে পেরেছেন। ম্যাডাম এখন সিসিইউতে আছেন৷ ডাক্তারদের সঙ্গে শেষ যে কথা হয়েছে তাতে তিনি (খালেদা জিয়া) পোস্ট অপারেশনের পর্যায়ের পর এখন পর্যন্ত মোটামুটি আছেন।’

শুক্রবার (২৭ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের তিনি সাংবাদিকদের একথা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ চিকিৎসকরা অপারেশন করে  লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার যকৃতে ‘ট্র্যান্সজাগুলার ইন্ট্রাহেপেটিক পোরটোসিসটেমিক শান্ট (টিপস)’ প্রক্রিয়ার মাধ্যমে দুই রক্তনালীর মধ্যে একটি নতুন সংযোগ তৈরি করে দিয়েছেন।

৭৮ বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আথ্রাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনি, ফুসফুস ও হৃদরোগে ভুগছেন দীর্ঘদিন ধরে। তবে লিভার সিরোসিসের জটিলতার কারণে পেটে রক্তক্ষরণ হচ্ছে ও বারবার বুকে পানি চলে আসছে। এই অপারেশনের পরে রক্তক্ষরণ ও পানি জমার উপশম হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসকরা।

Link copied!