সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মেট্রোরেল সময় মতো চলছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে ট্রেন চলাচলে সমস্যার কথা জানা যায়।
শিডিউল বিঘ্ন হওয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে, বিদ্যুতের সমস্যা।
নাম প্রকাশে অনিচ্ছুক মেট্রোরেলের এক কর্মকর্তা সকাল পৌনে নয়টার দিকে বলেন, সকাল থেকে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়নি । সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে কিছু সমস্যা হয়েছিল। চারটি ট্রেন চলার পর সাময়িকভাবে ট্রেন চলাচলে দেরি হচ্ছিল। এখন ঠিক হয়ে যাবে।