সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে জাতীয় সংসদে আইন পাস হতে পারে বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশ্বাস দেন তিনি। জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য বলেন, “সরকারি চাকরিতে কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।”
আরও পড়ুন: কোটা সংস্কারের পক্ষে সরকার, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে: আইনমন্ত্রী
জনপ্রশাসনমন্ত্রী বলেন, “কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে পরিগণিত হবে। প্রয়োজনে সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হবে।”
একই দিন জাতীয় সংসদ ভবনের টানেলের নিচে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, “আন্দোলনকারীদের আলোচনার প্রস্তাবকে স্বাগত জানায় সরকার। আলোচনার জন্য আমাকে ও শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তারা চাইলে আমরা আজকেই আলোচনায় বসতে রাজি।”