মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন করা হবে আজ শনিবার (৪ নভেম্বর)। দুপুরে আগারগাঁও স্টেশনে ট্রেনে চড়ে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি ট্রেনে মতিঝিল যাবেন।
আগামীকাল রবিবার থেকে শুরু হবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রোরেলের চলাচল। এ পথে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার দূরত্বের পথ মাত্র ৩৮ মিনিটে পার হতে পারবেন যাত্রীরা। এই পথের জন্য ভাড়া গুনতে হবে ১০০ টাকা। মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী এবং প্রতিদিন ৫ লাখ যাত্রী বহন করতে সক্ষম হবে। প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কমে যাবে।
সকালে, মেট্রোরেল পরিষেবা এক ঘন্টা বাড়ানো হবে, সকাল ৮:৩০ টার পরিবর্তে ৭:৩০ টায় চলাচল শুরু হবে।
তবে মেট্রোরেল পরিষেবা বন্ধের সময় রাত সাড়ে ৮টায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া মেট্রোরেল উত্তরা উত্তর থেকে মতিঝিল হয়ে আগারগাঁও হয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
এরপর মতিঝিলের দিকে অগ্রসর হবে না, শুধুমাত্র উত্তরা উত্তর থেকে আগারগাঁও মেট্রোরেল চলবে রাত সাড়ে ৮টা পর্যন্ত।
উত্তরা উত্তর ও উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, সচিবালয়ে ৯০ টাকা এবং ফার্মগেট পর্যন্ত ৭০ টাকা।
মিরপুর ১০ থেকে মতিঝিলের ভাড়া ৬০ টাকা, সচিবালয় ৫০ টাকা এবং ফার্মগেট ৩০ টাকা।
আগারগাঁও থেকে মতিঝিল ভাড়া ৫০ টাকা, সচিবালয় ৪০ টাকা এবং ফার্মগেট ২০ টাকা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এর মাধ্যমে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের নগরীতে যাত্রীদের নতুন অভিজ্ঞতা আর স্বস্তির যাত্রার স্বপ্ন দেখিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ।