আজ থেকে নিয়মিত শিডিউলে চালু হয়েছে মেট্রোরেল।
রোববার (২৫ আগস্ট) সকাল সাতটা ১০ ও সাতটা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়।
এর আগে গতকাল শনিবার মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ সময় মেরামত ও সংস্কারের প্রয়োজনে আপতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে মেট্রোরেল চালু হচ্ছে না বলেও উল্লেখ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয় বলে জানায় ডিএমটিসিএল। এতে লাইনে কোনও সমস্যা দেখা যায়নি। আগামীকাল রোববার থেকে মেট্রোরেল চালু করা হবে। তবে মেরামত ও সংস্কারের প্রয়োজনে আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের মেট্রোরেল থামবে না।
সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই মিরপুর–১০ গোলচত্বরে পুলিশ বক্সে অগ্নি সংযোগ করা হয়। একই দিন বিকেল পাঁচটায় মেট্রোরেল চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।