মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্য আহত

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৪:২৩ পিএম

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্য আহত

ছবি: সংগৃহীত

বান্দরবানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য।

রোববার, ১২ অক্টোবর দুপুর সাড়ে বারোটার দিকে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় এ ঘটনা ঘটে বলে বিজিবি রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান।

বিস্ফোরণে আহত বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্য ল্যান্স নায়েক আক্তার হোসেনকে রামু সিএমএইচ এ ভর্তি করা হয়েছে।

তিনি মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। বিস্ফোরণে তার এক পায়ের গোড়ালি উড়ে গেছে, অন্য পায়েও গুরুতর জখম হয়েছে।

মিয়ানমারে সংঘাতের মধ্যে সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা মাইনে এর আগেও বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে।

গত ৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। ২২ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এই নাইক্ষ্যংছড়িতেই ১১ অগাস্ট স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায়।

Link copied!