খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৩, ২০২৩, ১১:৩৯ পিএম

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে হাসপাতালে যান তিনি।

মেডিকেল বোর্ডের পরামর্শে গত ৯ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি-লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

Link copied!