আগস্ট ২৮, ২০২৩, ১১:৫০ এএম
বন্দরনগরী চট্টগ্রামে সড়কের পাশে খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হয় দেড় বছর বয়সী শিশু ইয়াসিন আরাফাত। ১৭ ঘণ্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল রবিবার (২৭ আগস্ট) বিকেলে সাড়ে ৪টার দিকে নগরীর হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় খোলা ড্রেনে পড়ে নিখোঁজ হয় ইয়াসিন। সোমবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে মরদেহ উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী উপপরিচালক (ডিএডি) আব্দুর রাজ্জাক।
পরিবারের আশঙ্কা ছিল, ইয়াসিন খেলতে খেলতে ড্রেনে পড়ে যেতে পারে।
ইয়াসিন নিখোঁজ হওয়ার পরে ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। সে সময় ফায়ার সার্ভিস জানিয়েছিল, ‘ড্রেনটি প্লাস্টিক ও পলিথিনের আবর্জনায় পূর্ণ থাকায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে।’
রাত ১১টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। তবে তখনো নিখোঁজ ছিল ইয়াসিন।