ভয়াবহ আগুনে পুড়ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ০৯:২৮ এএম

ভয়াবহ আগুনে পুড়ছে মোহাম্মদপুর কৃষি মার্কেট

ছবি: প্রথম আলো

ভোররাতে লাগা আগুনে এখনো পুড়ছে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট। বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পান তারা। প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট আসে।

পুড়ে গেছে আলু–পেঁয়াজ

এতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়া বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ।

আগুন নেভাতে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল।

মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার বলেছেন, আজ ভোর চারটার দিকে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি।

দেবলাল সরকার আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন। তাঁদের অনেকেই আগুন নেভাতে হাত লাগিয়েছেন।

এ মার্কেটে ৫০০টিরও বেশি দোকান রয়েছে। যেখানে ২ হাজারের বেশি মানুষ কাজ করতেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০০ থেকে ২৫০ কোটি টাকা হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে অন্তত ১৮টি স্বর্ণের দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

Link copied!