অক্টোবর ২৮, ২০২৩, ০৫:০১ পিএম
বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সাথে সংঘর্ষে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় অর্ধ-শতাধিক পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে এক বার্তায় এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা।
পারভেজ নামের ওই নিহত পুলিশ কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে হামলার শিকার হয়ে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।
বিকেল সোয়া ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, ‘মৃত অবস্থাতেই ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাত রয়েছে। আমরা ইসিজি করার পর নিশ্চিত হয়ে তাঁকে মৃত ঘোষণা করেছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, পুলিশ সদস্যটির মাথায় গুরুতর আঘাত করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন পুলিশ সদস্যকে ভর্তি করা হয়েছে।
এছাড়াও রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপি জামায়েতের নেতা কর্মীরা।
এছাড়াও নয়াপল্টন ও আশে-পাশের এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষে এ পর্যন্ত পথচারী, সাংবাদিক ও পুলিশসহ আহত অন্তত ৪০ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন।