বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং আরেক সমন্বয়ক আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়া এবং জুনাইদ আহমেদ পলক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ছিলেন।
গত ৫ আগস্ট বঙ্গভবনে পদত্যাগপত্রে সই করে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে তার সংসদ সদস্য পদও বিলুপ্ত হয়ে যায়।
২৫ বছর বয়সে ৫২টি ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাল ধরবেন তিনি।