আগস্ট ২৬, ২০২৪, ০৪:০৮ এএম
সচিবালয় ঘেরাও করা ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গতকাল রোববার রাতে দাবিদাওয়া পূরণের আশ্বাস দেওয়ার পরও আনসার সদস্যরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখার ঘটনায় এই হুঁশিয়ারি দেন তিনি। সচিবালয়ের মূল ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি বলেন, “(জাতির উদ্দেশে দেওয়া ভাষণে) প্রধান উপদেষ্টা আজ (গতকাল রোববার) ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমরা আনসারদের সব দাবি-দাওয়া মেনে নেবো বলে আশ্বাস দিয়েছিলাম। এজন্য আমরা সময় চেয়েছিলাম। কিন্তু এরপরও তারা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে ছাত্ররা তাদের সেখান থেকে সরিয়ে দেয়।”
নাহিদ বলেন, “এটা একটা বৃহৎ ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছে। এর সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”