ছবি: সংগৃহীত
দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকার জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
জব্দকৃত সম্পত্তিগুলো ঢাকার গুলশান, আশুলিয়া এবং নারায়ণগঞ্জের সোনাগাঁও এলাকায় রয়েছে। এর মধ্যে গুলশান এলাকায় ৬৫ দশমিক ৫৯ শতাংশ জমির মূল্য প্রায় ২৬ কোটি টাকা ধরা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে জমি জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করেছেন। তিনি এসব সম্পদ নিজের ভোগদখলে রাখছেন।
এর আগে গত ৬ মার্চ আদালতের আদেশে প্রথম দফায় এবং ১৮ নভেম্বর দ্বিতীয় দফায় তার নামে থাকা কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। তবে প্রথম ও দ্বিতীয় দফার ক্রোক ও অবরুদ্ধ সম্পদের পাশাপাশি তার নামে আরও কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে।
দুদকের আবেদনে বলা হয়, শ্রমিকদের বেতন-ভাতা এবং নাসা গ্রুপের অন্যান্য পাওনাদি পরিশোধের নামে নজরুল ইসলাম মজুমদার অবৈধভাবে অর্জিত সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর বা বিক্রি হলে রাষ্ট্রকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই অবিলম্বে এসব সম্পত্তি জব্দ করা জরুরি।