জাতীয় নির্বাচনের আগে এনবিএফআই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৭:২৯ পিএম

জাতীয় নির্বাচনের আগে এনবিএফআই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সব কর্মকর্তা আপাতত বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকবেন।

তবে সার্কুলারে উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজনীয় পরিস্থিতিতে বিদেশ ভ্রমণের ব্যতিক্রম প্রযোজ্য হতে পারে। কোন ধরনের ভ্রমণ প্রয়োজনীয় হিসেবে বিবেচিত হবে—তা সার্কুলারে স্পষ্ট করা হয়নি।

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর আওতায় এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।

Link copied!