গতকাল ১৭ জুলাই মানবজমিন অনলাইনে প্রচারিত এক সংবাদে দাবি করা হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
প্রকাশিত খবরে বলা হয়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
বিষয়টি মাওলানা মীর ইদ্রিস নদভী জানান, মানবজমিনের খবর পুরোপুরি মিথ্যা। তিনি কোনও কর্মসূচি ঘোষণা করেননি, এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি। হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানান মাওলানা মীর ইদ্রিস। এ বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন।
তবে মানবজমিন কীভাবে সংবাদটি প্রচার করলো? স্রেফ আন্দোলনকে উসকে দিতে মিথ্যার পসরা সাজিয়ে বসেছে মানবজমিনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম। গুজব প্রচার করে একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চায় তারা। পাঠকদের তাই এসব গুজব প্রচারকারীদের বর্জন করা উচিত।