কোনো দল আসুক না আসুক, ভোটার আসলেই নির্বাচন সফল হবে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৪, ২০২৩, ১১:২৮ এএম

কোনো দল আসুক না আসুক, ভোটার আসলেই নির্বাচন সফল হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কোনো দল আসুক না আসুক, ভোটার আসলেই নির্বাচন সফল হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, ‍‍`জনগণকে দেখাতে হবে, নির্বাচন সুষ্ঠু হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। এটুকু দেখাতে পারলে.. কে আসলো কে আসলো না, মানুষ ভোট দিতে পারলেই আমি মনে করি আপেক্ষিকভাবে বড় সফলতা হয়ে যাবে।‍‍`

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজ শনিবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তিনি।

হাবিবুল আউয়াল বলেন, সামনের নির্বাচনেও আপনারা দলীয় চিন্তাভাবনার উর্ধ্বে কাজ করে জনগণের আস্থা অর্জন করবেন।

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে সিইসি আরও বলেন, ‍‍`আপনাদের সহায়তায়, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকায় আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে এটিই প্রত্যাশা।‍‍`

Link copied!