শোক দিবসকে ঘিরে নাশকতার কোনো তথ্য নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ০১:১৯ পিএম

শোক দিবসকে ঘিরে নাশকতার কোনো তথ্য নেই: ডিএমপি কমিশনার

সংগৃহীত ছবি

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলা বা নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে বলেও তিনি জানান।

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরর সামনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ডিএমপির সার্বিক নিরাপত্তা নিয়ে অয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন,  “সামনে জাতীয় নির্বাচন। তাই এই বছর ১৫ আগস্টে অন্যান্য যেকোনো বছরের তুলনায় জমায়েত বেশি হবে। সেটা চিন্তা করেই নিরাপত্তা নেওয়া হয়েছে। যেন অতিরিক্ত জমায়েতের কারণে কোনো বিশৃঙ্খলা না হয়।”

শোক দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “শোক দিবসের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সাধারণ জনগণ শ্রদ্ধা জানাবেন। এটা বিবেচনা করে দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য একধরনের নিরাপত্তা এবং জনগণের জমায়েতের জন্য আরেক ধরনের নিরাপত্তা। মহাসড়কেও যানবাহন চলাচলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যেন কোনো বিশৃঙ্খলা না হয়।”

দেশে জঙ্গি সম্পূর্ণভাবে নির্মূল হয়নি উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, “কয়েক দিন আগেও সিলেটে নতুন একটি জঙ্গি সংগঠনের সন্ধান পাওয়া গেছে। সেই দিক বিবেচনা করে কোনো জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। ১২ তারিখ থেকে ব্লক রেইড চলছে।”  কোনও দুষ্কৃতকারী কোথাও আশ্রয় নিতে না পারে সেজন্য রাজধানীর বিভিন্ন হোটেল, মেস এবং বাসায় অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।

এসময় তিনি আরও বলেন, “নাশকতা করে সরকার কিংবা পুলিশকে বিব্রত করার চেষ্টা ঠেকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রস্তুত রয়েছে।”

Link copied!