শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার

ইউএনবি

ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৯:৫৩ এএম

শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিএমপি কমিশনার

ছবি: ইউএনবি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, পুলিশ প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ, সোয়াট, ফায়ার সার্ভিস, মেডিকেল ও অন্যান্য টিম প্রস্তুত থাকবে।

শহীদ মিনার এলাকায় ড্রোন ও ভ্রাম্যমাণ দলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাসব্যাপী অমর একুশে বইমেলার নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, সেখানে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং সেখানে ক্যামেরার মাধ্যমে সব ধরনের নিরাপত্তা সরঞ্জাম ও নিরাপত্তা ইউনিট কাজ করছে।

আইনশৃঙ্খলার অবনতির মতো যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সজাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারির কর্মসূচিকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, কিছু সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে এবং নির্দিষ্ট রাস্তা দিয়ে যানবাহন প্রবেশ ও বের হতে পারবে।

Link copied!