নভেম্বর ২১, ২০২৩, ০২:৫৪ পিএম
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আসা কর্মীদের ভিড়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের কার্যালয়ের আশেপাশে রাস্তায় যানচলাচল একেবারে বন্ধ ছিলো কোথাও হরতাল কিংবা অবরোধের কোন চিহ্ন কেউ দেখেনি। এমনটি মন্তব্য করছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
মঙ্গলবার (২১ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
তিনি বলেন, মনোনয়ন সংগ্রহকে কেন্দ্র করে ঐতিহাসিক আওয়ামী লীগের কার্যালয়ে আশেপাশে রাস্তায় যানচলাচল একেবারে বন্ধ ছিলো এতোটা ভীড় এবং জনস্রোত ছিলো দ্বিতীয় দিন চারদফা চেষ্টা করেও দলীয় কার্যালয়ে ঢুকতে পারেনি ওবায়দুল কাদের।
এদিকে সাংবাদিকরাও প্রবেশ করতে যেয়ে হিমসিম খেয়েছে তাই বোঝাই যায় সারাদেশের মানুষের জনস্রোত ছিলো কেন্দ্রীয় কার্যালয়মুখী বলে মন্তব্য করেন তিনি।
টানা চারদিনে মনোনয়ন কার্যক্রমে বঙ্গবন্ধু এভিনিউ ও এর আশেপাশে ব্যবসায়ী ও সাধারণ জনগণের ভোগান্তি হওয়ায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, রোববার (১৯ নভেম্বর) বেলা ১২টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন দলের সাধারণ সম্পাদক।
তবে মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে আসা কর্মীতে পূর্ণ কার্যালয়কে ঘিরে থাকা পুরো বঙ্গবন্ধু এভিনিউ। এ সময় ওবায়দুল কাদেরের গাড়ি ভিড় ঠেলে সামনে আগাতে পারেনি।
পরে বাধ্য হয়ে কার্যালয়ে প্রবেশ না করেই ফিরে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এরপর কিছুক্ষণ পর আবারও কার্যালয়ে আসার চেষ্টা করেন ওবায়দুল কাদের। সেবারও ব্যর্থ হয়ে ফিরে যেতে হয় তাকে।