বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ; আপ্যায়নে যা থাকছে

ইউএনবি

জানুয়ারি ১১, ২০২৪, ০৩:০৪ এএম

বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ; আপ্যায়নে যা থাকছে

সংগৃহীত ছবি

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

শপথ অনুষ্ঠান আয়োজনে প্রস্তুত বঙ্গভবন। রাষ্ট্রপতি কার্যালয়ের খাবারের মেন্যু লিস্ট থেকে জানা যায়, নতুন মন্ত্রীদের জন্য বৈচিত্র্যময় বাহারি খাবারের আয়োজন করা হয়েছে বঙ্গভবনে। 

নতুন মন্ত্রীদের আপ্যায়নে যে খাবার থাকছে সেগুলোতে মাংস ও সবজি জাতীয় খাবারে প্রাধান্য দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ফলেরও ব্যবস্থা করা হয়েছে।

মাটন শিক কাবাব, চিকেন সাসলিক, ভেটকি মাছের ফিস ফিঙ্গার রয়েছে আপ্যায়নের খাদ্য তালিকায়। এছাড়া বয়েল্ড ভেজিটেবলসের সাথে দেওয়া হবে মাশরুম ও পনির সমুচা।

মিষ্টান্ন হিসেবে থাকবে পাটিসাপটা পিঠা ও মিষ্টি-বাকলাভা। এছাড়াও কমলা, আপেল, আঙ্গুর দিয়ে সাজানো ফলের বাস্কেটও থাকবে।

এছাড়াও সন্ধ্যার দারুণ আড্ডামুখর সময়টির সঙ্গী হিসেবে চা-কফির ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

দ্বাদশ সংসদের মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন যারা- 

মন্ত্রী: আ ক ম মোজাম্মেল, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আবুল হাসান মাহমুদ, আনিসুল হক, হাছান মাহমুদ, মো. আব্দুস শহীদ, সামন্ত লাল সেন, নূরুল মজিদ মাহমুদ, দীপু মনি, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, সাধন চন্দ্র মজুমদার, উবায়দুল মোকতাদির, মো. আবদুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুস সালাম, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন, মো. ফরিদুল হক খান, মো. জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান, ইয়াফেস ওসমান।

প্রতিমন্ত্রী: সিমিন হোসেন (রিমি), নসরুল হামিদ, জুনাইদ আহ্‌মেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মো. মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম (টিটু)।

Link copied!