আওয়ামী লীগের দুর্নীতিবাজদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৪, ০৪:৩১ পিএম

আওয়ামী লীগের দুর্নীতিবাজদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে সেটা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেওয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৮  জুন) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ আছেন, তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, “আপনারা আমাদের তালিকা দেন, আমরা তা দুদককে দেব।”

অনেকের গোপন টাকা আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন,“বাজেটের মাধ্যমে ওই কালোটাকা সাদা করার সুযোগ আছে, কিন্তু অন্যায়ের শাস্তি কমানোর সুযোগ নেই। ১৫ শতাংশ কর দিয়ে আমরা তাদের অর্থনীতির মূল ধারায় আনার চেষ্টা করেছি।” 

ওবায়দুল কাদের বলেন, “বাজেটের একটাই চ্যালেঞ্জ, তা হল বাজেট বাস্তবায়ন করা। তা বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। ডলার সংকট নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংকট মোকাবিলা করার জন্য সরকার কাজ করছে।”

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!