আগস্ট ২০, ২০২৪, ১০:৫১ এএম
দেশের শান্তি প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এতে প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য ড. ইউনূসকে শুভেচ্ছাও জানান তিনি।
সোমবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গত ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থান করছেন তিনি।
শেখ হাসিনার পদত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। গত ৮ আগস্ট রাতে এই সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এরপর থেকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।