টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের রেল যোগাযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০৫:১৯ পিএম

টাঙ্গাইলে পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ উত্তরবঙ্গের রেল যোগাযোগ

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। তবে এই দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার শাহীনুর রহমান শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর আশরাফ জানান, উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কতক্ষণ লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

 

Link copied!